English
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
...

করোনায় মৃত্যু: যুক্তরাষ্ট্রে ৮২ হাজার ছাড়ালো, একদিনে ১,৮৯৪ জন 

করোনা যুদ্ধ:

নিউইয়র্ক, ১৩ মে ২০২০, বুধবারঃ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে ১ হাজার ৮৯৪ জনের মৃত্যু হয়েছে আর এতে মোট মৃতের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়ে দাঁড়ালো ৮২,২৪৬ জনে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানায়। 

চলমান পরিসংখ্যান থেকে জানা যায়, "যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা রোববার ও সোমবার মৃতের সংখ্যা হ্রাস পেয়েছিল। সেদিক থেকে আজ মৃতের সংখ্যা অনেক বেড়েছে। এনিয়ে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা... ৮২ হাজার ছাড়িয়ে গেছে।"

কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৩ লাখ ৬৭ হাজার ৯২৭ জনে দাঁড়িয়েছে। বৈশ্বিক এ মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এখানে মৃতের ও আক্রান্তের সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়। 




মন্তব্য

মন্তব্য করুন